ডেল্টা লাইফের তৃতীয় প্রান্তিকে নিট প্রিমিয়াম আয় কমল

  • অর্থ-বাণিজ্য ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছরের তৃতীয় প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির নিট প্রিমিয়াম আয় কমেছে। গত বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় কমেছে ২ কোটি ৩২ লাখ টাকা। আর একই সময়ে ব্যয় বেড়েছে ৯২ কোটি ৪১ লাখ টাকা। একই সঙ্গে কোম্পানিটির লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিলও কমেছে।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিটির ঘোষণায় এ রকম তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

তাতে দেখা যায়, গত বছরের অর্থাৎ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে ছিল ২১১ কোটি ৭৫ লাখ টাকা। তা এ বছর কমে দাঁড়িয়েছে ২০৯ কোটি ৪৩ লাখ টাকা। অর্থাৎ কমেছে ২ কোটি ৩২ লাখ টাকা।

এতে তৃতীয় প্রান্তিকের শেষে কোম্পানিটির লাইফ ফান্ড বা জীবনবিমা তহবিল দাঁড়ায় ৩ হাজার ৯০৫ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ হাজার ৯৬২ কোটি টাকা।  

বিজ্ঞাপন

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে তিন মাসে ডেল্টা লাইফের মোট ব্যয় হয়েছে ৩৪৮ কোটি ৮১ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫৬ কোটি ৪০ লাখ টাকা।