সৈয়দপুর বিজ্ঞান কলেজে জিপিএ-৫ পেয়েছেন ২৫৫ শিক্ষার্থী, শতভাগ পাস

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে এইচএসসি পরীক্ষায় সরকারি বিজ্ঞান কলেজ থেকে ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া পরীক্ষা দেওয়া ২৬২ শিক্ষার্থীর সবাই পাস করেছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য পাওয়া যায়।

বিজ্ঞাপন

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পরীক্ষা দেওয়া ২৬২ শিক্ষার্থীর সবাই পাস করেছেন। শিক্ষার্থীদের এমন রেজাল্টে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের কলেজের পাঠদান চলে এনজয়েবল ক্লাসরুম লার্নিং পদ্ধতিতে। এজন্য শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক পড়াশোনার মনোভাব ও মননশীলতা বাড়ে।