আজরার তত্ত্বাবধানে ‘ফেস অব এশিয়া’য় জারিফ-কণিকার অনন্য অর্জন

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জারিফ শাবাব, আজরা মাহমুদ ও আকলিমা কণিকা

জারিফ শাবাব, আজরা মাহমুদ ও আকলিমা কণিকা

‘ফেস অব এশিয়া’র মতো গ্রহণযোগ্য আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সফলতার স্বাক্ষর রেখে চলছে দেশের প্রখ্যাত মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদের নেতৃত্বে অনুষ্ঠিত হওয়া ‘ফেস অব বাংলাদেশ’-এর মডেলরা।

গত ৩০ অক্টোবর থেকে ২ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয় ‘এশিয়া মডেল ফেস্টিভ্যাল ২০২৪’। প্রতিযোগিতাটির ১৫তম আসরে ‘ফেস অব এশিয়া’, ‘এশিয়া ওপেন কালেকশন’ ও ‘এশিয়া মডেল অ্যাওয়ার্ড’- এই তিনটি অংশ ছিলো।

বিজ্ঞাপন
‘ফেস অব এশিয়া’য় জারিফ ও কণিকা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন

তারমধ্যে ২৭টি দেশের নির্বাচিত ৫০জন মডেল অংশ নেয়ার সুযোগ পেয়েছেন ‘ফেস অব এশিয়া’য়। এতে অংশ নেওয়ার জন্য চলতি বছরের জুন মাসে বাংলাদেশে অনুষ্ঠিত আর্কা ফ্যাশন উইকে ‘ফেস অব বাংলাদেশ’ নির্বাচিত হন জারিফ শাবাব, আকলিমা আতিকা কণিকা ও দিল আফরোজ হাসান। তাদের মধ্য থেকে জারিফ ও কণিকা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

‘ফেস অব এশিয়া ২০২৪’-এর শীর্ষ ১০-এ আছেন জারিফ শাবাব

বাংলাদেশের জন্য সুখবর হচ্ছে, ‘ফেস অব এশিয়া ২০২৪’-এর শীর্ষ ১০-এ আছেন জারিফ, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। পাশাপাশি সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তিনি। আন্তর্জাতিক মডেলিং প্রতিযোগিতায় ভোটিং রাউন্ড বিজয়ী প্রথম বাংলাদেশি হলেন এই জারিফ। এরইমধ্যে স্কিন কেয়ারের সুপরিচিত কোরিয়ান ব্র্যান্ড এক্সআইইএল জারিফকে পছন্দ করেছে তার ডায়নামিক কনটেন্ট ফিচারের জন্য। এছাড়া এশিয়া ওপেন কালেকশনে ডব্লিও হোমি, লাইন হোমি, এটুআর, ফোটন গার্মেন্ট-এর মতো টপ ডিজাইনারদের সঙ্গে কাজের জন্যও নির্বাচিত হন তিনি। এরইমধ্যে আইকনিক হাই ওয়ান রিসোর্টসহ বেশকিছু হাই প্রোফাইল ফটোশুটে অংশ নিয়েছেন জারিফ। তার প্রাপ্তির ঝুলিতে যোগ হয়েছে ‘আমাঙ ম্যাগাজিন অ্যাম্বাসিডরশিপ’ পুরস্কারও। এছাড়া বিভিন্ন কোরিয়ান ব্র্যান্ডের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিজ্ঞাপন
আকলিমা আতিকা কণিকা স্পনসর অ্যাওয়ার্ড ‘ইউ অ্যান্ড আই’ হিসেবে পেয়েছেন দশ লক্ষ্য কোরিয়ান ওন

অন্যদিকে, আকলিমা আতিকা কণিকা ভোটের দিক দিয়ে হয়েছেন তৃতীয়। তবে নারী মডেলদের মধ্যে তিনিই প্রথম। এছাড়া তিনি স্পনসর অ্যাওয়ার্ড ‘ইউ অ্যান্ড আই’ হিসেবে পেয়েছেন দশ লক্ষ্য কোরিয়ান ওন। লাইন কালেকশন, ডাক ডাইভ, গ্রিডিলাস ও এভিটার রানওয়েতে তার উপস্থিতি ছিল নজরকাড়া।

সবমিলিয়ে বলা যায় এবছর এশিয়া মডেল ফেস্টিভ্যালে বাংলাদেশের উপস্থিতি সাফল্যে পরিপূর্ণ ও ঐতিহাসিক। দুজন প্রতিনিধিই মর্যাদাপূর্ণ দুটি অ্যাওয়ার্ড নিয়ে আসছেন দেশে।

‘ফেস অব এশিয়া ২০২৪’-এ পুরস্কৃত হয়েছেন জারিফ ও কণিকা

উল্লেখ্য, এশিয়া মডেল ফেস্টিভ্যাল আসলে তিনদিনের একটি বর্ণাঢ্য অনুষ্ঠান। এশিয়ার বিভিন্ন দেশের মডেলদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই আয়োজন। এই ইভেন্ট প্রতিবছর দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়ে থাকে। এই বৈশ্বিক সংস্কৃতি উৎসব এশিয়ার পপ সংস্কৃতি, শিল্প ও এশিয়ার মডেল, ফ্যাশন আর বিউটি ইন্ডাস্ট্রিকে এশিয়াব্যাপী প্রসারে বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি এশিয়ার মডেল ও শিল্পীদের বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে পরিচিত করিয়ে দেয়।