থাইল্যান্ডে প্রবাসীদের সঙ্গে তৌহিদ হোসেনের মতবিনিময়

  • স্পেশাল করেসপন্ডেন্ট, সাউথ-ইস্ট এশিয়া
  • |
  • Font increase
  • Font Decrease

প্রবাসীদের সঙ্গে তৌহিদ হোসেনের মতবিনিময়/ছবি: সংগৃহীত

প্রবাসীদের সঙ্গে তৌহিদ হোসেনের মতবিনিময়/ছবি: সংগৃহীত

ব্যাংকক, থাইল্যান্ড: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) রামাদা প্লাজা বাই উইনধাম ব্যাংকক মেনাম রিভারসাইডে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ফয়েজ মুরশীদ কাজী।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় ব্যাংককে বসবাসরত বাংলাদেশিরা অংশ নেন। ব্যাংককে শিক্ষকতা, ব্যবসা, বিমান, ব্যাংকিংসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নানা পেশায় বসবাসরত বাংলাদেশিরা তাদের নিজ নিজ ক্ষেত্রের অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রবাসীরা বলেন, বাংলাদেশে এখনো থাইল্যান্ডকে শুথু পর্যটনের গন্তব্য হিসেবে বিবেচনা করা হয়। তবে পর্যটন এবং চিকিৎসা ছাড়াও এখানে কর্মক্ষেত্রে যুক্ত হওয়া এবং ব্যবসা জড়িত হওয়ার অনেক সুযোগ রয়েছে বাংলাদেশিদের।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে গেলে সেখানকার অভিবাসীদের কাছ থেকে প্রচুর অভিযোগ পাওয়া যায়। তবে ব্যাংককে সেটা পেলাম না। আপনারা যেসব বিষয় নিজেরাই সমাধান করা যায় বা এড়িয়ে যাওয়া যায় সেগুলো তুলে ধরেননি।

বাংলাদেশিদের জন্য থাই ভিসা সহজতর করার বিষয়ে ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকায় থাই রাষ্ট্রদূত অভিযোগ করেছেন বাংলাদেশিরা অনেক নকল কাগজপত্র জমা দেন ভিসা আবেদনে। যে কারনে যাছাই বাছাইতে সময় লেগে যাচ্ছে অনেক। তবে আপাতত তারা দিনে ৮০০ এর বেশি ভিসা প্রদান করতে পারবে না।

তিনি বলেন, ১৯ ডিসেম্বর থেকে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা ফ্রি করা হয়েছে। এতে ভিসা আবেদন প্রক্রিয়ায় চাপ কমবে। আগামীতে যাদের সেনজেন এবং ইউএসএ ভিসা রয়েছে তাদেরকেও কিভাবে সহজে ভিসা দেয়া যায়, সেটি বিবেচনা করে দেখার জন্য বলেছি।

রাষ্ট্রদূত ফয়েজ মুরশীদ কাজীর সভাপতিত্বে ও সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন,দূতাবাসের মিনিস্টার এন্ড ডিসিএম মালেকা পারভীন, মিনিস্টার কাউন্সেলর হাসনাত আহমেদ প্রমুখ।