লেবাননের রকেট হামলায় ইসরায়েলে বাড়ি-গাড়িতে আগুন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবানন থেকে ছোড়া রকেট হামলায় ইসরায়েলের এক শহরের বাড়ি ও রাস্তায় পার্ক করা বেশকিছু গাড়িতে আগুন ধরে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের হামলার একবছর পূর্তিতে এ হামলা সোমবার সকালে এ হামলা চালানো হলো। এর আগে ইসরায়েলের হাইফা শহরে ড্রোন হামলায় ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (৭ অক্টোবর) টাইমস অব ইসরায়েল এ খবর জানায়।

খবরে বলা হয়, সোমবার লেবানন থেকে রকেট হামলা চালালে ইসরায়েলের কেফার ভ্রাদিম শহরের একটি বাড়িতে ও রাস্তায় পার্ক করা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

অন্যদিকে, টাইমস অব ইসরায়েল আরো জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করে যাদের জিম্মি করে নিয়ে যায়, তাদের একজন আইদান শটিভিকে হত্যা করা হয়েছে। তার মরদেহ গাজাতেই রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েলের সেনাবাহিনী এ নিশ্চিত হয়েছে। পরে তার পরিবার থেকেও এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফ জানায়, হামাসের কাছে যে, মোট ৯৭ জন ইসরায়েলি নাগরিক জিম্মি অবশিষ্ট হিসেবে ছিলেন, তাদের ৩৪ জনকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে।