লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৯, আহত ৩৫

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় মোট ১৯ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এই দুটি অঞ্চলের বেশ কয়েকটি স্থানে মঙ্গলবার শেষের দিকে এ হামলার ঘটনা ঘটে।

বুধবার (২৩ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু আজান্সি (এএ) এ খবর জানায়।

বিজ্ঞাপন

খবরে বলা হয়, মঙ্গলবার শেষের দিকে লেবাননের দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় ফাইটার জেটের মাধ্যমে হামলা করে ইসরায়েল। এতে মোট ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩৫ জন।

হামলা চালানো এলাকার মধ্যে রয়েছে নাবাতিয়েহ এবং বিন্ট জেবেইল জেলা।

খবরে আরো বলা হয়, লেবাননের রাজধানীর শহরতলির দাহিয়েহ এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী বিমান হামলার আগেই সেখান থেকে লোকজনকে সরে যেতে নির্দেশ দেয়। এরপর সেখানে ৪টি ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালায়।

এ এলাকাটি ইরান সমর্থিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিতি।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এক বছরে ইসরায়েলি হামলায় ২ হাজার ৫শ ৪৬ জন নিহত এবং আহত হয়েছেন আরো অন্তত ১১ হাজার ৮শ ৬০ জন। ২০২৩ সালের অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার হিজবু্ল্লাহ নিয়মিতভাবে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে।