কটুকাটব্যের স্বরূপে ট্রাম্প! কড়া কথা বলতে ছাড়ছেন না কমলা

  • মাহমুদ মেনন, ওয়াশিংটন ডিসি থেকে
  • |
  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের নির্বাচন, ছবি: বার্তা২৪.কম

যুক্তরাষ্ট্রের নির্বাচন, ছবি: বার্তা২৪.কম

সমালোচকদের একহাত নিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী এই সাবেক প্রেসিডেন্ট কটু ভাষায় আক্রমণ করলেন সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামার প্রতি। দুই দিন আগেই মিশেল তাকে হিটলারের সাথে তুলনা করেছিলেন। তারই জবাবে ট্রাম্প বলেছেন তিনি মোটেই ফ্যাসিস্ট নন। বরং নাৎসি বিরোধী। জর্জিয়ার আটলান্টায় এক জনসভায় এসব বলেন ডোনাল্ড ট্রাম্প।

বক্তৃতায় মিশেল ওবামাকে রীতিমতো ‘ন্যাস্টি’ বলে উল্লেখ করেন ট্রাম্প। এর আগে গত শনিবার সাবেক ফার্স্ট লেডি অবশ্য ট্রাম্পকে নারী অধিকারের প্রতি সরাসরি হুমকি হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

সোমবার ট্রাম্প উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারাই বলুন চার বছর আগে যেমন ছিলেন, এখন তার চেয়ে কি ভালো আছেন?’ এ প্রশ্নটি এখন যেখানেই যান সেখানেই করেন ডোনাল্ড ট্রাম্প।

তবে এর পরপরই তার কথার বান ছুড়তে শুরু করেন। প্রথমেই আক্রমণ কমলা হ্যারিসেকে। ট্রাম্প বলেন, ‘সে জানেও না কি সে বলছে, কি সে করছে।’

বিজ্ঞাপন

আর মিশেলের কথা বলতে গিয়ে বলেন, ‘এঁর প্রতি আমি সবসময়ই ভালো ব্যবহার করতে ও সম্মান দেখাতে চেষ্টা করেছি। কিন্তু এখন সে বাক্সের ভেতর থেকে বেরিয়ে এসেছে। স্রেফ ন্যাস্টি। তার মোটেই এমনটা করা উচিত হয়নি।’

ওদিকে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, ট্রাম্প ও তার ফ্যানরা স্রেফ ঘৃণাই ছড়াচ্ছেন। নিউইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে ট্রাম্পের সমর্থকরা যেসব কথা বলেছেন তাকে স্রেফ "ভালগার অ্যাটাক" বলেই মনে করেন কমলা। বিশেষ করে পোর্টো রিকো সম্পর্কে বাজে কথা বলেছেন, এই জন্য যে, পোর্টো রিকান কমেডিয়ান সুপারস্টার ব্যাড বানি কমলার প্রতি তার সমর্থন জানিয়েছেন।

বিষয়টি মিডিয়ারও দৃষ্টি কেড়েছে। সংবাদমাধ্যমগুলোতে এর কড়া সমালোচনা এসেছে।

বলা হয়েছে, রোববার গোটা সন্ধ্যা জুড়ে ট্রাম্পের পক্ষের বক্তারা যা কিছু বলেছেন, তাতে তাদের বর্ণবাদী চেহারাই স্পষ্ট হয়েছে।

সোমবার যখন মিশিগানের উদ্দেশে যাচ্ছিলেন তখন সাংবাদিকদের কাছে সেই কথাটিই বলেন কমলা হ্যারিস। তিনি বলেন, গত সন্ধ্যায় ট্রাম্প ও তার সমর্থকরা সেই চেহারাটাই স্পষ্ট করেছেন, যার কথা গোটা ক্যাম্পেইন জুড়েই আমি পই পই করে বলে আসছি। তিনি আসলে তার নিজের ভালোটা ছাড়া আর কিছুই বোঝেন না। আর আমাদের দেশটাকে বিভক্ত করাই তার লক্ষ্য, ট্রাম্পের ব্যাপারে বলেন কমলা।

এদিকে সিএনএন'র খবর বলছে দুই পক্ষের সমর্থন ধারালো ছুরির ফলার রূপ নিয়েছে। এসএসআরএস এর জরিপ নির্ভর এই খবরে বলা হয়েছে দুই প্রার্থীর সমর্থন এখনো সমানে সমান। গত তিন দিন ধরে একই অবস্থা চলছে। দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি সম্ভাব্য ভোটারদের সমর্থন ৪৭%। একইভাবে ট্রাম্পের প্রতি সমর্থনও একই ৪৭ %।

গত সেপ্টেম্বরে এই সমর্থন হ্যারিস ৪৮% ও ট্রাম্প ৪৭% ছিল।