ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু/ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু/ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিস্ময়কর ঘোষণায় নেতানিয়াহু বলেছেন যে তিনি গাজা এবং লেবাননে ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিষয়ে গ্যালান্টের উপর আস্থা হারিয়েছেন।

বিজ্ঞাপন

নেতানিয়াহু তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলেছেন, “গত কয়েক মাসে সেই আস্থা নষ্ট হয়ে গেছে। এর আলোকে, আমি আজ প্রতিরক্ষা মন্ত্রীর মেয়াদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি”।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নেতানিয়াহু গ্যালান্টের স্থলাভিষিক্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজকে নিযুক্ত করেছেন, আর গিডিয়ন সার নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন।

বিজ্ঞাপন

বরখাস্তের ঘোষণার কিছুক্ষণ পরে, গ্যালান্ট এক্স-এ একটি পোস্টে বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করা "সর্বদা আমার জীবনের লক্ষ্য থাকবে"।