সুইং স্টেট মিশিগানে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
হাতি-গাধার লড়াই ২০২৪দোদুল্যমান বা সুইং স্টেট হিসেবে পরিচিত মিশিগান অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এখন পর্যন্ত রাজ্যেটিতে ৮ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ট্রাম্পের থেকে এগিয়ে রয়েছেন কমলা।
এই রাজ্যেটিতে ইলেক্টোরাল ভোটের সংখ্যা ১৫টি।
বুধবার (৬ নভেম্বর) বিবিসি ও ভয়েস অব আমেরিকা এ তথ্য জানায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাম্প পেয়েছেন ১৭৮ এবং হ্যারিস ৯৯টি ইলেক্টরাল ভোট পেয়েছেন।
এর আগে ২০২০ সালে অঞ্চলটিতে জিতেছিলেন ডেমোক্রেটিক নেতা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি এক লাখ ভোট পেয়েছিলেন। ২০১৬ সালে এই রাজ্যেটিতে ট্রাম্প জিতেছিলেন।
এবারের নির্বাচনে সাতটি সুইং স্টেটে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এসব সুইং স্টেটের মধ্যে উইসকনসিনে ১০টি, পেনসেলভিনিয়ায় ১৯টি, আরিজোনায় ১১টি, জর্জিয়ায় ১৬টি, মিশিগানে ১৫টি, নেভাদায় ৬টি এবং নর্থ ক্যারেলিনায় ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ওয়াশিংটন ডিসির জন্য ইলেকটোরাল কলেজ ভোট তিনটি।