‘ট্রাম্পের জয় ইউরোপীয় নিরাপত্তায় গুরুতর পরিণতি ডেকে আনবে’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় ইউরোপীয় নিরাপত্তার জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তবে এই পরিণতিগুলো কী তা তিনি উল্লেখ করেননি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ইউরোপীয় নেতাদের এক সম্মেলনে যোগ দিতে বুদাপেস্টে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন নির্বাচন ইউরোপীয় নীতির জন্য গুরুতর পরিণতি ডেকে আনবে, বিশেষ করে নিরাপত্তার ক্ষেত্রে। আমাদের জন্য যা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, অন্যান্য ইউরোপীয় নেতাদের কাছে আমার প্রধান বার্তা হবে, ‘ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক সুসংহত করা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি থাকাকালীন তার সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো ছিল। তিনি ট্রাম্পকে একজন চাহিদার অংশীদার হিসেবে বর্ণনা করে বলেন, যিনি তার মিত্র এবং শত্রু উভয়ের আগ্রহে থাকেন।

সাংবাদিকদের এক প্রশ্নে পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, আমাদের অবশ্যই জো বাইডেনের প্রেসিডেন্সির পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এর মানে কি - আমাদের নিরাপত্তা, ইউক্রেন-রাশিয়া ইস্যুতে - ওয়াশিংটনে ভিন্ন পদক্ষেপ নিবে। আমি এমন কাউকে চিনি না যে এর সঠিক উত্তর দিতে পারবে।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অধিকাংশ সদস্য দেশসহ ইউরোপের নেতাদের বড় একটি দল উচ্চপর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে বুদাপেস্টে একত্রিত হয়েছেন। বৈঠকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে মূলত উচ্চপর্যায়ের আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।