নেদারল্যান্ডসের মাটি স্পর্শ করলেই নেতানিয়াহুকে গ্রেফতার করা হবে
যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সে অনুযায়ী কাজ করতে প্রস্তুত রয়েছে নেদারল্যান্ডস বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) ডাচ সংবাদ সংস্থা এএনপি পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্পের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতার করতে প্রস্তুত নেদারল্যান্ডস। ডাচ মাটি স্পর্শ করলেই (নেদারল্যান্ডসে আসলেই) তাঁকে গ্রেফতার করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, "নেদারল্যান্ডস রোম সংবিধি যথাযথভাবে বাস্তবায়ন করে।"
তিনি আরও বলেছেন, রোম সংবিধিতে স্বাক্ষরকারী এবং আইসিসির সদস্য দেশগুলোতে তারা ভ্রমণ করলেই দেশগুলো তিনজনকে গ্রেফতার করতে বাধ্য।"
ইসরায়েলের প্রধানমন্ত্রী ছাড়াও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ গ্যালান্ত ও হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।