উত্তর সিরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে ৫৭ জন নিহত

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার আলেপ্পো প্রদেশের উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে ৫৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) সিরিয়ার হায়াত তাহরির আল-শাম গোষ্ঠী দেশটির সেনাবাহিনীর ওপর আকস্মিক হামলা চালালে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিজ্ঞাপন

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, হায়াত তাহরির আল-শাম দ্বারা পরিচালিত একটি অভিযানের পর সংঘর্ষ শুরু হয়। গোষ্ঠীটি সিরিয়ার উত্তর-পশ্চিমের একটি অংশ নিয়ন্ত্রণ করে।

সংস্থাটি আরও জানায়, এই হামলায় হায়াত তাহরির আল-শাম ও সহযোগী দলগুলোর ২৬ সদস্য এবং সেনাবাহিনীর ৩১ সদস্য নিহত হয়েছেন। কয়েকবছর পর সিরিয়া ও তার মিত্র রাশিয়ার বিমান বাহিনী ওই এলাকায় হামলাকারী জঙ্গিদের ওপর আক্রমণ চালায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আসাদ সরকার বিরোধী বিক্ষোভ দমন করার পর সিরিয়ার সংঘাত শুরু হয়। এতে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। এতে দেশটির অবকাঠামো ও শিল্প খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।