সিরিয়ায় ৫০০ টন আটা পাঠাল ইউক্রেন

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরিয়ার জন্য ৫০০ টন আটা পাঠিয়েছে ইউক্রেন। ‘গ্রেইন ফ্রম ইউক্রেন’ অর্থাৎ ইউক্রেন হতে শস্য এই প্রকল্পের আওতায় এ খাদ্য সহায়তা পাঠিয়েছে দেশটি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী শস্য ও তৈলবীজ রফতানিকারক দেশ ইউক্রেন সিরিয়ার জন্য ৫০০ টন আটা পাঠিয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি।

তিনি লিখেন, ‘৫০০ টন আটা ইতোমধ্যে সিরিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচির সঙ্গে যৌথভাবে এসব আটা বিতরণ করা হবে।’ তিনি আরও লিখেন, ‘বিদ্রোহীদের আক্রমণের পর রাশিয়া সমর্থিত আসাদ সরকারের পতনের পর সিরিয়াতে যে আসন্ন খাদ্য সংকট দেখা দিয়েছে তা লাঘব করতেই এ মানবিক সহায়তা পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আটার এই চালান থেকে ৩৩ হাজার ২৫০ পরিবারের ১ লাখ ৬৭ হাজার মানুষের খাবারের যোগান হবে। প্রতিব্যাগ আটা পাঁচ সদস্যের পরিবারে এক মাসের জন্য যথেষ্ট হবে।

জেলেনস্কি লিখেন, ‘আমরা সিরিয়া এবং তার জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং স্বাভাবিক জীবন কামনা করি।’

জেলেনস্কি দাবি করেন, ২০২২ সালে শুরু হওয়া ইউক্রেনের এ খাদ্য কর্মসূচি ২ কোটি মানুষের ক্ষুধা নিবারণ করেছে।

ইউক্রেন তার শস্য বিশেষ করে গম, আটা, ময়দা ও অন্যান্য দানাদার শস্যের জন্য বিখ্যাত। ইউক্রেনে এসব প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। ইউক্রেনকে বিশ্বের রুটির ঝুড়িও বলা হয়। এশিয়া ও আফ্রিকার অনেক দেশেই ইউক্রেনের আটা, ময়দা ও গম সরবরাহ করা হয়। যদিও রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর শস্যের চালান বিঘ্নিত হয়েছে।