গুরুতর অসুস্থ নেতানিয়াহু, হবে অস্ত্রোপচার

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গুরুতর অসুস্থ। মূত্রনালীর সংক্রমণে ভুগছেন তিনি। এ কারণে আজ রোববার (২৯ ডিসেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭৫ বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছন। গত মঙ্গলবার জেরুজালেমের হাদাসাহ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা গেছে, তার প্রোস্টেট বড় হয়ে গেছে। এজন্য রোববার অস্ত্রোপচারের মাধ্যমে তার প্রোস্টেট অপসারণ করা হবে।

বিজ্ঞাপন

এর আগে গত মার্চেও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেতানিয়াহু। সেবার তার হার্নিয়ায় অস্ত্রোপচার করা হয়। ওই সময় বেশ কয়েকদিন সরকারি দায়িত্ব পালন থেকে দূরে ছিলেন তিনি।

তারও আগে গত বছর তার হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ে। তখন অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে পেসমেকার বসানো হয়। এরপর গত জানুয়ারিতে একটি মেডিকেল রিপোর্টে বলা হয়, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ আছেন। তার পেসমেকার সঠিকভাবে কাজ করছে এবং তার হৃদপিণ্ডে আর কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না।

বিজ্ঞাপন

এক বছরেরও বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা ও হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এই সময়ের মধ্যে সংঘাতের প্রথম দিকে মাত্র ৭ দিনের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বিভিন্ন দেশ আহ্বান জানাচ্ছে। তবে নেতানিয়াহু এসব দাবি উপেক্ষা করছেন। কারণ যদি তিনি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি করেন তাহলে তার জোট সরকার ভেঙে যেতে পারে। এতে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি।