মারা গেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট (৩৯ তম) জিমি কার্টার মারা গেছেন। বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে প্রাক্তন প্রেসিডেন্টের ঘনিষ্ট সূত্র থেকে মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
মার্কিন সময় অনুযায়ী রোববার বিকেলে জর্জিয়ার প্লেইন্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ১০০ বছর। মৃত্যুর আগে তিনি এ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ব্যক্তিদের মধ্যে দীর্ঘজীবী ছিলেন। গুরুতর অসুস্থ থাকায় গত এক বছর তিনি চিকিৎসাধীন ছিলেন।
বিশ্বব্যাপী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ে বিশেষ ভূমিকা ছিল তার। প্রথম জীবনে কার্টার চিনাবাদাম চাষী ছিলেন। পরবর্তীতে তিনি শুধু মার্কিন প্রধানের দায়িত্ব গ্রহণ করেননি, বরং শান্তিতে নোবেল পুরস্কার জিতেছিলেন। ক্ষমতায় ছিলেন ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত। এইসময় আমেরিকা অর্থনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে ব্যাপক উন্নতি করে। যদিও, হোয়াইট হাউজ ত্যাগ করার সময় তার প্রতি অনেকেই মনঃক্ষুণ্ণ ছিল। তবে নোবেল পুরস্কার জেতার পর তিনি দেশবাসীর মন ফিরে পান।
তার জন্ম হয়েছিল ১৯২৪ সালের ১ অক্টোবর। চলতি বছরের অক্টোবরের ১০০র কোটায় পা রেখেছিলেন প্রেসিডেন্ট কার্টার।