সিরিয়ায় বিধিনিষেধ শিথিল করবে যুক্তরাষ্ট্র
সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে মানবিক সহায়তা বৃদ্ধির জন্য কিছু বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (৬ জানুয়ারি) এই আলোকে একটি ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন। ফলে অন্যান্য দেশের সঙ্গে দামেস্কের নতুন সরকারের অন্যান্য খাতে সহায়তার জন্য আপাতত বাঁধা কমছে না।
মার্কিন কর্মকর্তারা বলেছেন, বাইডেন প্রশাসনের সীমিত পরিসরের সিদ্ধান্তের ফলে সিরিয়ায় ত্রাণ সরবরাহকারী দল ও প্রতিষ্ঠানগুলোকে বিদ্যুৎ, পানি ও অন্যান্য অপরিহার্য দ্রব্য ও সেবা দিতে কিছু শিথিলতা প্রদর্শনের অনুমতি পেয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
সিরিয়ার নতুন নেতৃত্বের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র বাড়তি সতর্কতা থাকতে চাইছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। সেজন্যই আসাদ সরকারের পতনের পরেও পূর্বে আরোপিত ব্যাপক নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময়ক্ষেপণ করা হচ্ছে।
কর্মকর্তারা বলেছেন, এই শিথিলতার মেয়াদ থাকবে ছয়মাস। এর ফলে প্রতি কেইসে আলাদাভাবে অনুমোদন চাওয়ার ঝামেলা থেকে আপাতত মুক্ত হলেন সরবরাহকারীরা। তবে শর্ত থাকে যে, সিরীয় কর্তৃপক্ষ এই সুবিধার অপব্যবহার করবে না।
সিরিয়ায় বাশার আল-আসাদের উৎখাতে নেতৃত্বদানকারী প্রধান গোষ্ঠী হায়াত তাহরির আল-শামসের (এইচটিএস) নেতা আহমেদ আল-শারা দেশটির ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য পশ্চিমা বিশ্বের কাছে আহ্বান জানিয়েছেন। আল-কায়েদার সাবেক সহযোগী এই দলটিকে এখনও সন্ত্রাসী তালিকায় রেখেছে মার্কিন প্রশাসন। তবে আল-শারার গ্রেফতার বা গ্রেফতারে সহায়তার জন্য ঘোষিত এক কোটি মার্কিন ডলারের পুরস্কার ইতোমধ্যে তুলে নিয়েছে তারা।