সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডের আত্মপ্রকাশ

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডের বৈঠক, ছবি: সংগৃহীত

সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডের বৈঠক, ছবি: সংগৃহীত

শিশু ‍শিক্ষার বিস্তার, পড়ালেখার মানোন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে দেশের নূরানী বোর্ডগুলোর উদ্যোগে ‘সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ড’-এর আত্মপ্রকাশ ঘটেছে।

এতে বোর্ডের স্থায়ী কমিটির সদর (প্রধান) মনোনীত হয়েছেন মাওলানা কালীমুল্লাহ জামিল হুসাইন। কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন ও মহাসচিব মাওলানা হারুনুর রশিদকে মনোনীত করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর মোহাম্মদপুরে শায়খুল কুরআন আল্লামা কারি বেলায়েত হুসাইন (রহ.) প্রতিষ্ঠিত নূরানী তালীমুল কুরআন বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সম্মিলিত নূরানী শিক্ষা বোর্ডটির আত্মপ্রকাশ ও এর কমিটি ঘোষণা করা হয়।

কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন মাওলানা আব্দুল হাই (কো-চেয়ারম্যান), মাওলানা মাহফুজুর রহমান (যুগ্ম-মহাসচিব), মাওলানা আব্দুল কুদ্দুস (অর্থ সম্পাদক), মাওলানা বশির আহমদ (পরীক্ষা বিষয়ক সম্পাদক), মাওলানা মাহমুদুল হোসাইন (শিক্ষা ও পরিদর্শন সম্পাদক), আশরাফুল ইসলাম (প্রকাশনা বিষয়ক সম্পাদক), মাওলানা হাসানুজ্জামান (প্রচার ও মিডিয়া সম্পাদক), মাওলানা মাহবুবুর রহমান (নির্বাহী সদস্য) ও মাওলানা আব্দুস শাকুর (নির্বাহী সদস্য)।

সভায় সম্মিলিত নূরানী বোর্ডের গঠনতন্ত্র অনুমোদন করা হয় এবং নূরানী বোর্ডগুলোর কার্যক্রম সুচারুভাবে পালন ও দেশের নূরানী মাদরাসাগুলোকে গুছানো তত্ত্বাবধান করতে কার্যনির্বাহী ও স্থায়ী কমিটি নামে দুটো কমিটি গঠন করা হয়।

সম্মিলিত নূরানী বোর্ডে রয়েছে নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, খুলনা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশ, নূরানী এশায়াতুল কুরআন বোর্ড বাংলাদেশ, নূরানী তালীমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশ, বাংলাদেশ নূরানী তালীমুল কোরআন বোর্ড হাটহাজারী চট্টগ্রাম ও নূরানী তালিমুল কুরআন বোর্ড চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশ।