চট্টগ্রামে চিন্ময়কাণ্ডে পুলিশের ৩ মামলা, আসামি ১৪৭৬

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে চিন্ময় কাণ্ডে পুলিশের ৩ মামলা/ফাইল ছবি

চট্টগ্রামে চিন্ময় কাণ্ডে পুলিশের ৩ মামলা/ফাইল ছবি

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ জনকে আসামি করা হয়েছে

বুধবার (২৭ নভেম্বর) নগরীর কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে মামলা তিনটি করেছে।

বিজ্ঞাপন

সিএমপি জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বিকেলে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের ১২ জন সদস্যও আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় পুলিশের ব্যবহৃত একটি গাড়িও। এখন পর্যন্ত আদালত ও লালদিঘির সংঘর্ষের ঘটনায় মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের মধ্যে ২০ জন পুলিশের ওপর হামলা করেছে এবং ৭ জন আইনজীবী হত্যায় জড়িত।

জানা গেছে, নগরীর কোতোয়ালি থানার আদালত প্রাঙ্গণ, রঙ্গম সিনেমা হল এবং কোতোয়ালি মোড়- এই তিন এলাকাতেই পুলিশের ওপর হামলা এবং গাড়ি ভাঙচুর হয়েছে। পৃথক তিন ঘটনায় পৃথকভাবে কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে।

বিজ্ঞাপন

এসব মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০০ থেকে ৭০০ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জন এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

এদিকে এখন পর্যন্ত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় পৃথক কোনো মামলা হয়নি। লোহাগাড়ার চুনতি আলিফের গ্রামের বাড়িতে জানাজা এবং দাফন শেষে চট্টগ্রাম ফিরছে তার পরিবার এবং সহকর্মীরা। তবে হত্যার ঘটনায় আজই তারা মামলা করছেন না। মামলার বিষয়ে ওই আইনজীবীর পরিবার এবং সহকর্মীরা মিলে আজ রাতে সিদ্ধান্ত নেবেন।

আইনজীবী আলিফের সহকর্মী এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী সন্ধ্যায় জানিয়েছেন, আমরা আমাদের সহকর্মীর দাফন শেষে চট্টগ্রামের পথে রওয়ানা হয়েছি। আমরা পৌঁছে তার পরিবার এবং জেলা আইনজীবীর সদস্যরা মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব মামলা করার বিষয়ে। আজ মামলা করার সম্ভাবনা নেই। তবে এ ঘটনায় একাধিক মামলা হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, আলিফ হত্যার ঘটনায় মামলার সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। আমাদের সমিতির পক্ষ থেকে তার পরিবারের সাথে বসে আলাপ করে বাদীকে হবে তা চূড়ান্ত করা হবে। তবে আজ মামলা হবে না।

বুধবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা গ্রামে দুটি জানাজা শেষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। গ্রামের বাড়ির জানাজায়ও মানুষের ঢল নামে। চট্টগ্রাম শহর ছাড়াও আশপাশের উপজেলা থেকেও নানা শ্রেণিপেশার মানুষ জানাজায় যোগ দেন।