সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৬ জানুয়ারি) আদালত প্রাঙ্গণে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ লোকজন। এরপর তাকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আইনজীবীরা জানান, সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ দিঘলিয়া থানার একটি মামলায় সালাম মুর্শেদীর হাজিরার দিন ধার্য্য ছিল। দুপুর ১২টার দিকে সালাম মুর্শেদীকে কড়া নিরাপত্তায় জেলা কারাগার থেকে আদালতে নেয়া হয়। তার আইনজীবীরা জামিন আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

খুলনা-৪ আসনের (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

এরপর কারাগারে নেয়ার সময় আদালত প্রাঙ্গণে বিক্ষুব্ধ লোকজন তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। পরে তাকে আবারও কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আগামী ৯ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী দিন ধার্য্য রয়েছে। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মারধর করার অভিযোগে গত ২৭ আগস্ট দিঘলিয়া থানায় এই মামলাটি দায়ের হয়েছিলG