সাবেক এমপি শাওন-রতনসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শাওন ও রতন। ছবি: সংগৃহীত

শাওন ও রতন। ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতি অভিযোগ থাকায় ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রী মোছা. মাহমুদা হোসেন লতা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার এস এম শিবলী নোমান ও তার স্ত্রী মেঘলা নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন (গালিব) এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দুদকের পরিচালক মো. আব্দুল মাজেদ নিষেধাজ্ঞার এ আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্টরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য দুদকের পক্ষ থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে গত ২৭ জানুয়ারি আবেদনপত্র পাঠানো হয়েছে। তাদের বিদেশে গমন রহিত করা প্রয়োজন।