শিক্ষকতার সম্মান অন্য সব পেশার ওপরে: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সম্মান সব পেশাতেই সমান থাকে না। শিক্ষকতায় সম্মানের জায়গাটা সবার ওপরে। চাকুরির গ্রেড, আর্থিক একটু বেশি সুবিধা, এগুলো যেমন চাওয়া থাকে, তার চাইতে সামাজিক সম্মান পাওয়াটাও মানুষের বড় প্রাপ্তি, এটা আমি মনে করি।’

সোমবার (০৭ অক্টোবর) নেপ মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কর্তৃক আয়োজিত নব যোগদানকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (নন-ক্যাডার) ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্স ২০২৪ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বলেন, আমি কী হতে পারলাম না, সেটা নিয়ে ভাববেন না। কেননা আপনারা জাতি গঠনের পেশায় আছেন। আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে গ্রেড, প্রমোশন, এসব সমস্যার সমাধান কল্পে কমিটি গঠন করা হয়েছে। আশা করছি কমিটি সুপরামর্শ দিবে। এ ব্যাপারে কিছু করার সুযোগ পাবো। শিক্ষা ভাতার বিষয়ে কিছু করা যায় কিনা সেটাও উল্লেখ করেন উপদেষ্টা।

১৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সে দেশের ৪৮টি জেলা থেকে মোট ৮০ জন প্রধান শিক্ষক অংশ নেন। দশম ব্যাচে ৪০ জন এবং একাদশ ব্যাচে ৪০ জন, এ দুটো ব্যাচে প্রশিক্ষণ কোর্স ২০২৪ সফলভাবে সম্পন্ন হয়। আলোচনা শেষে অংশগ্রহণকারী প্রধান শিক্ষকগণ প্রধান অতিথির নিকট হতে সনদ গ্রহণ করেন। কোর্সটি ২৩ সেপ্টেম্বর শুরু হয়ে ৭ অক্টোবর শেষ হয়। কোর্সে অংশ নেয়া প্রধান শিক্ষকরা সকলেই ৪০তম বিসিএস এর মাধ্যমে নন-ক্যাডার প্রাপ্ত।

নেপ এর মহাপরিচালক ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, নেপ এর পরিচালক জিয়া আহমেদ সুমন, বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদফতরের উপপরিচালক মোহাম্মদ আলী রেজা, কোর্স পরিচালক আবু সালেহ, আহসান ইবনে মাসুদ, প্রশিক্ষণার্থী সুমাইয়া আক্তার ও ছোটন চন্দ্র রায়।

উপদেষ্টা পরে মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদফতর ময়মনসিংহ বিভাগের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।