ছয় বছরে হাতি নিয়ে গেল ২১ প্রাণ, সন্ধ্যা হলেই আতঙ্ক

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সন্ধ্যা হলেই আতঙ্ক শুরু হয়ে যায় চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকার বাসিন্দাদের। এই ভয় চুরি-ডাকাতির জন্য নয়। এই ভীতি বন্য হাতির জন্য। কেননা-প্রায় প্রতিদিনই যে হাতির দল এসে হামলে পড়ছে লোকালয়ে। তারপর কাউকে পিষে মারছে, কাউকে করছে আহত। ফসলের ক্ষতির কথা কি আর বলতে হয়!

কেইপিজেড এলাকার বাসিন্দাদের অভিযোগ বন্য হাতির আক্রমণে গত ছয় বছরে তাদের আশপাশের ২১ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ। জমির ফসল, দোকান পাট, ঘর-বাড়ির ক্ষতিও করছে নিয়মিত। এমন পরিস্থিতিতে চমর নিরাপত্তাহীনতায় ভোগা মানুষেরা মঙ্গলবার (৮ অক্টোবর) জেলা প্রশাসনের কাছে হাতিগুলোকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা নেজাম উদ্দীন, কাজী মো. আবদুল্লাহ ও আফজাল শাহ বলেন, ‘২০১৮ সাল থেকে কেইপিজেড এলাকায় বন্য হাতির দল অবস্থান নিয়েছে। এই বন্য হাতির আক্রমনে গত ছয় ২১ জন সাধারণ মানুষ মৃত্যু বরণ করেন ও শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।। এছাড়াও ঘরবাড়ি ফসলি জমির বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি করে। সেজন্য প্রতিদিন সন্ধ্যা হলে বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়লে এলাকার সাধারণ মানুষকে আতঙ্কে থাকতে হয়।’

হাতির ভয়ে চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে জানিয়েছেন স্থানীয় আরও দুই বাসিন্দা সুমন শাহ্ ও ফরহাদুল ইসলাম। তারা বলেন, ‘আমরা প্রশাসনের কাছে বন্য হাতি স্থানান্তরের জোর দাবি জানাচ্ছি। হাতিগুলো যদি অতিদ্রুত সময়ে কেইপিজেড থেকে স্থানান্তর করা না হয় তাহলে কর্ণফুলী-আনোয়ারা উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষের প্রাণহানির ঘটনা বাড়তে পারে।’