৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ফেরত দিল মিয়ানমার নৌবাহিনী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে আটক করা ৫৮ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। এদের মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু এবং ২ জন আহত হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুই দফায় জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে মিয়ানমার নৌবাহিনী। তাদের সবাইকে শাহপরীর দ্বীপ জেটিঘাটে করে টেকনাফে নিয়ে আসা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী।

তিনি জানান, মিয়ানমার আটক ৬টি ট্রলার ছেড়ে দিয়েছে। নিহত ব্যক্তিসহ মোট ৫৮ জন জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত ওসমান গনি টেকনাফের শাহপরীর দ্বীপ কোনাপাড়ার বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

উল্লেখ্য, গতকাল (৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলি করে এবং ৬টি ট্রলারসহ ৫০-৬০ জন জেলেকে আটক করে।