রাজশাহীতে আমগাছ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

আমগাছ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

আমগাছ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে আবুল হোসেন (৫৫) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) সকালে স্থানীয়রা তার মরদেহ আমগাছ থেকে ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

স্থানীয়রা বলছেন, পারিবারিক কলহের কারণে তিনি বেশ কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তার স্ত্রীর সঙ্গে প্রায়ই বিবাদ লেগে থাকত, যা তার মানসিক অবস্থার অবনতি ঘটায়।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গাছের ডালের সঙ্গে গলায় দড়ি পেঁচানো অবস্থায় মরদেহটি পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে মানসিক চাপে ভুগছিলেন আবুল হোসেন।

ওসি আরও বলেন, কৃষক আবুল হোসেনের দুই ছেলে রয়েছে। এ ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ পরিবার ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।