প্রতিমা বিসর্জনের সময় নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতিমা বিসর্জনের সময় নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতিমা বিসর্জনের সময় নদীতে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নওগাঁর ছোট যমুনা নদী থেকে চিত্তরঞ্জন চক্রবর্তী (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বিকেলে শহরের বাইপাস ব্রিজ এলাকায় ডুবে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে রাজশাহী থেকে আসা ডুবুরি দল।

বিজ্ঞাপন

গতকাল রোববার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের সময় সন্ধ্যার দিকে ছোট যমুনা নদীর দহের ঘাট এলাকায় নৌকা থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছিলেন তিনি।

নিহত চিত্তরঞ্জন চক্রবর্তী শহরের পার নওগাঁ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চাল ব্যবসায়ী বেলাল হোসেনের আড়তে কর্মচারী হিসেবে চাকরি করতেন তিনি। নিখোঁজের ২১ ঘণ্টা পর চিত্তরঞ্জনকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেন নওগাঁ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী।

তিনি বলেন, নওগাঁ সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, নিখোঁজের ২১ ঘণ্টা পর ছোট যমুনা নদীতে ডুবে থাকা চিত্তরঞ্জন চক্রবর্তীকে মৃত অবস্থায় উদ্ধারে সক্ষম হয়েছে রাজশাহী থেকে আসা বিশেষ ডুবুরি দল। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হবে।