পুলিশের আরও চার কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার এজহারভুক্ত আরও চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণায়।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব আবু সাইদ স্বাক্ষরিত এক আদেশে এই অনুমতি দেওয়া হয়। এর আগে তিন ধাপে ২৬ জনকে গ্রেফতার অনুমতি দেওয়া হয়। 

বিজ্ঞাপন

গ্রেফতারের অনুমতি দেওয়া পুলিশ কর্মকর্তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতিপ্রাপ্ত) শাহেন শাহ্, অতিরিক্ত পুলিশ সুপার (পদন্নোতি প্রাপ্ত) হাসান আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল রানা (পদন্নোতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার মো.রফিকুল ইসলাম।

এদের মধ্যে গত শাহেন শাহ্ মাসুদ গত ১৬ অক্টোবর থেকে ডিবি হেফাজতে রয়েছে বলে ডিবির একটি সূত্র নিশ্চিত করেছে।

শাহেন শাহ্ মাসুদ ও হাসান আরাফাত দীর্ঘদিন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। এছাড়া জুয়েল রানা ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে এবং রফিকুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগে কর্মরত ছিলেন।