রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে অবৈধ পথে পাচারের সময় পৌনে এক কোটি টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে জেলার ঘাগড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পিকআপসহ এসব সিগারেট জব্দ করেন সেনাবাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

জব্দকৃত এসব সিগারেট রাঙামাটি বিজিবি সেক্টরের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিজিবি কর্তৃপক্ষ জানায়, জব্দকৃত সিগারেটের তালিকা করে প্রয়োজনীয় কার্যক্রম শেষে মামলার প্রক্রিয়া চলছে।

নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা যায়, রাঙামাটি হয়ে ভারত থেকে অবৈধভাবে শুল্কবিহীন সিগারেট চট্টগ্রাম নিয়ে যাবে একটি চক্র। এমন তথ্য পাওয়ার পরপরই নজরদারি বৃদ্ধি করা হয়। পরবর্তীতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঘাগড়ায় একটি সাদা রংয়ের পিকআপে সিগারেট ভর্তি করা হচ্ছে এমন তথ্যে ঘটনাস্থলে অভিযান চালায় সেনাবাহিনীর একটি টিম। ঘটনাস্থল থেকে পিকআপের (চট্টমেট্টো-ন-১২-০১৮৯) মধ্যে বিদেশি ব্র্র্র্যান্ডের অরিস সিগারেট ৩৮৫০ মিনি কার্টুন ও মন্ড সিগারেট ৩৩৯৫০ মিনি কার্টুন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭৫ লাখ ৬০ হাজার টাকা। এ সময় কাউকে আটক করা যায়নি।