নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৭ জেলের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

লক্ষ্মীপুরের রায়পুরে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ৭ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত। শনিবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চান্দার খাল মাছঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, আটকদের মধ্যে ৬ জনকে ১৫ দিনের এবং একজনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়৷ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

তবে দণ্ডপ্রাপ্তদের নাম জানা যায়নি। তাদের কাছ থেকে এক লাখ মিটার জাল ও সাতটি নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্যকারী জেলদের সর্বোচ্চ দুই বছরের জেল বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।