যমুনা নদীতে ৫ ডাকাত আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে ডাকাতিকালে ৫ জন ডাকাতকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রুলীপাড়া চর এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃত ডাকাতদের মধ্যে আছেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা এলাকার বাসিন্দা আরিফুল ইসলাম, রাসেল, বেল্লাল, মুকুল এবং আছান আলী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ি উপজেলার পিংনা এলাকা থেকে শ্রমিকরা নৌকা দিয়ে বালু বিক্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। যমুনা নদীর ওপর দিয়ে ফেরার পথে ডাকাত দল তাদের আক্রমণ করে এবং কয়েকজনকে কুপিয়ে আহত করে। শ্রমিকদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এক পর্যায়ে ৫ জন ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে রাত ২টার দিকে স্থানীয়রা ডাকাতদের ভূঞাপুর থানা পুলিশের হাতে সোপর্দ করে।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।