নির্বাচন ব্যবস্থা সংস্কারে সবার মতামত দেওয়ার আহবান

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফাইল ছবি

ফাইল ছবি

চলমান নির্বাচন ব্যবস্থার সংস্কারে সবার মতামত চেয়েছে 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন'। উন্মুক্তভাবে সবাই মতামত জানাতে পারবেন আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার সবার সহযোগিতা চেয়ে গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি পাঠান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক 'নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন' গঠিত হয়েছে। এই কমিশন অবাধ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলের মূল্যবান পরামর্শ, মতামত ও প্রস্তাবনা জানতে আগ্রহী।

এ প্রেক্ষিতে নির্বাচনী ব্যবস্থার সংস্কার বিষয়ে আপনার/আপনাদের অভিজ্ঞতালব্ধ ও সুনির্দিষ্ট মতামত নিম্নোক্ত ই-মেইল অথবা ওয়েবসাইট অথবা কমিশনের ফেসবুক পেইজে ১৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

নির্বাচন ব্যবস্থা সংস্কারে সকলে মতামত পাঠাতে পারবেন ই-মেইল: [email protected], ওয়েবসাইট: https://erc.ecs.gov.bd, ফেসবুক পেইজ: www.facebook.com/ercbd2024 এই ঠিকানায়।