সদরঘাটে ওয়াটার বাসের টেন্ডার বন্ধের দাবিতে মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

রাজধানীর সদরঘাট থেকে কেরানীগঞ্জ পারাপারে চরকালিগঞ্জ তৈলঘাটে প্রক্রিয়াধীন ওয়াটারবাস টেন্ডার বন্ধে মানববন্ধন করেছেন নৌ-মাঝিরা।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) বিকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) সামনে প্রায় শতাধিক নৌ-মাঝি জড়ো হয়ে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে তৈলঘাট নৌকা মাঝি শ্রমিক অধিকার ইউনিট কমিটির সভাপতি মো. মাসুম বলেন, আমরা এখানে স্বাধীনতার আগে থেকে নৌকা চালিয়ে আসছি। গত ৫ বছর আগে স্বৈরাচারী সরকার এখানে টেন্ডার দিয়ে ওয়াটার বাস নামায়। যা স্বৈরাচারী সরকার পরিবর্তনের পর বন্ধ হয়ে যায়। কিন্তু এখন তা আবারও চালুর জন্য টেন্ডার নিচ্ছে সরকার।

তিনি বলেন, আমরা নৌকা ঘাটে ৩শ মাঝি আছি, ৩শ পরিবার আছি। ওয়াটার বাস ২টি বন্ধের জন্য আজ রাজপথে নেমে এসেছি। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের দাবি যেনো ওয়াটার বাস নতুন করে এই ঘাটে আর না নামানো হয়।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে দরখাস্ত দেওয়ার পরেও নতুন করে টেন্ডার আহবান করা হয়ে দাবি করে এই নৌ-মাঝি বলেন, আমরাও তো এদেশের নাগরিক। আমরা শ্রমিক, আমাদের ছেলে সন্তান আছে, কিন্তু ওয়াটার বাস চলায় আমরা সন্তানের মুখে খাবার দিতে পারছি না, পড়ালেখা করাতে পারছি না।