মির্জাগঞ্জে ধানক্ষেত থেকে কৃষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার/ছবি: সংগৃহীত

কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার/ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে একটি ধানক্ষেত থেকে অর্ধগলিত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে এই ঘটনাটি ঘটেছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

নিহত কৃষকের নাম গঞ্জেআলী ঘরামী (৬৫) তিনি কিসমত ছৈলাবুনিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বড় ছেলে আব্দুল জলিল ঘরামী লাশের পরিচয় নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর সুবিদখালী গ্রামের দ্বীন ইসলাম নামের এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে ধানখেতের দিকে গেলে তিনি পানিতে ভাসমান একটি লাশ দেখতে পান। খবর পেয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

নিহতের বড় ছেলে আব্দুল জলিল জানান, তাঁর বাবা গত বুধবার গরুর জন্য ঘাস কাটতে একটি কাঁচি নিয়ে বাড়ি থেকে বের হন এবং এরপর আর ফিরে আসেননি। মাঝেমধ্যে তাঁর বাবা কাউকে না জানিয়ে বাইরে বের হয়ে যেতেন, এবং কিছুটা মানসিক ভারসাম্যহীনও ছিলেন। এ কারণেই তিনি না ফিরলেও পরিবার উদ্বিগ্ন হয়নি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আহমেদ বলেন, "স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়েছে। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই এবং ঘটনাটি সন্দেহজনক মনে হয়নি, তাই মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"