পাকিস্তানের বাতাস ‘ঝুঁকিপূর্ণ’, ঢাকার বাতাস কেমন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর শহর। একই সঙ্গে মেগাসিটি ঢাকার বাতাসের মানেরও অবনতি হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এ তালিকা প্রকাশ করেছে। 

বিজ্ঞাপন

তালিকায় বিশ্বের শীর্ষ ২০টি শহরের মধ্যে বাতাসের মানসূচকে ১৭১ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ষষ্ঠ। ঢাকার বাতাস আজ জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হচ্ছে। গতকাল রাজধানীর এ অবস্থা ছিলো।

আর ৭০৯ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। লাহোরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’। এছাড়া ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাই যথাক্রমে ৩৬৬, ২৪৭ ও ২০৫ একিউআই স্কোর নিয়ে পরের তিনটি স্থানে রয়েছে।

বিজ্ঞাপন

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।