যাত্রীদের জিম্মি করে বাসে ডাকাতি, গ্রেফতার ৩

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা জেলার ধামরাইয়ে একটি বাসের ৪৩ জন যাত্রীকে জিম্মি করে ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানা থেকে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা গত ২৫ অক্টোবর অপর এক বাস ডাকাতিতেও জড়িত ছিল বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের কালামপুর আশ্রয়ন প্রকল্প এলাকার বাসিন্দা সজিব (২৫), মো. মিজানুর রহমান (২৫) ও ফজলু (২৮)।

শনিবার দুপুরে ধামরাই থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অবস) মো. জসিম উদ্দিন জানান, গত ৩১ সেপ্টেম্বর পঞ্চগড় থেকে ৪৩ যাত্রীসহ ইসলাম পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ছেড়ে আসে। এটি ভোর ৪টার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোর এলাকায় পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে সাত ডাকাত বাসটিতে ওঠেন। ভোর ৫টার দিকে বাসটি টাঙ্গাইল বাইপাস এলাকা পার হওয়ায় সময় ডাকাতরা চালক সজিবের গলায় ছুরি ধরে তাকে মৃত্যু হুমকি দিয়ে তাকে জিম্মি করে।

এছাড়া সুপারভাইজারের গলায় তারা ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে জোরপূর্বক বাসটি মির্জাপুর-কাওয়ালীপাড়া সড়কে চালাতে বাধ্য করে। ভোর ৭টার দিকে বাসটি ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় নিয়ে আসে তারা। একপর্যায়ে বাসটি সেখানে একটি খাদে পড়ে যায়। এরইমধ্যে তারা যাত্রীদের কাছ থেকে ৮০ হাজার টাকা, মুঠোফোনসহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নেয়।

এসপি আরও বলেন, গ্রেফতারদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত চারটি ছুরি, লুট করা ৩,২৪০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরও চারজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।