‘কাশ্মীরে যাওয়ার পথে’ সিলেট সীমান্তে যুবক আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

অবৈধভাবে ভারতের কাশ্মীরে গার্মেন্টসে কাজে যাওয়ার পথে নুরুল গণি (২২) নামে ১ যুবককে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

বুধবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান, পিএসসি।

আটকৃত নুরুল গণি সুনামগঞ্জ সদরের বেড়িগাঁও এলাকার মো.সাদেক মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ উৎমা বিওপির সীমান্ত পিলার ১২৭২/৫-এস নিকট দিয়ে বাংলাদেশি নাগরিক নুরুল গণি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বিজিবির টহল তাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে নুরুল বিজিবিকে জানায় গার্মেন্টসে কাজ করার উদ্দেশ্যে মানব পাচারকারীর সহায়তায় ভারতের কাশ্মীরে গমণ করার জন্য সীমান্ত এলাকায় আসে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের পূর্বক কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।