বগুড়ায় যৌথবাহিনীর অভিযান, নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে নকল সিগারেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ব্রিটিশ আমেরিকান টোবাকোসহ বিভিন্ন কোম্পানির নকল সিগারেট ও ব্যান্ডরোল জব্দ করা হয়। এ সময় একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের পিরব ইউনিয়নের খয়রা পুকুর পালিকান্দা গ্রামে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে সেনাবাহিনী।

বিজ্ঞাপন

এই তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার এসআই আব্দুর রাজ্জাক। তিনি জানান, জাল ব্যান্ডরোল দিয়ে ভেজাল সিগারেট তৈরি করার সংবাদ পেয়ে শিবগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা মো: তানজিমুজ্জামানের নেতৃত্বে পিরব ইউনিয়নের খয়রা পুকুর পালিকান্দা গ্রামের মো: শাহীনের সিগারেট ফ্যাক্টরিতে (ওয়ান টোব্যাকো) যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।

যৌথবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে ৪-৫ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে মো: মাসুদ রানা নামের একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে শিবগঞ্জ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া মো: শাহীনের সিগারেট ফ্যাক্টরি থেকে ৩ হাজার ৬০০ প্যাকেট নকল সিগারেট, ১২ হাজার ৮০০ ব্যান্ডরোল ও ৩টি মোবাইল জব্দ করা হয়েছে।

মাসুদ রানা পুলিশের কাছে তার জবানবন্দিতে বলেছেন, জাল ব্যান্ডরোল ব্যবহার করে নকল সিগারেট বাজারজাত করতো তারা। এছাড়া রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য নকল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করা হত।