ময়মনসিংহ বিভাগকে এক নম্বর র‍্যাংঙ্কিংয়ে নিতে যেতে চাই: নবাগত কমিশনার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ

ময়মনসিংহের নবাগত বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, ময়মনসিংহ বিভাগকে এক নম্বর র‍্যাংকিংয়ে নিতে যেতে চাই। আকারে এই বিভাগটি ছোট হলেও কাজকর্মে দক্ষতায়ও আমরা এক নম্বর র‍্যাংঙ্কিংয়ে যেতে চাই। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আবশ্যক।  

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ নগরীর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

বিজ্ঞাপন

সভায় নবাগত কমিশনার মো. মোখতার আহমেদ আরও বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের থার্ড আই। তারা সত‍্য প্রকাশে অনঢ় থাকবে। এনিয়ে অনেকের এলার্জি থাকলেও আমি তেমনটা মনে করি না। মানুষ কাজ করলে ভুল হবেই। সাংবাদিকরা অসঙ্গতি লিখবে, সমালোনা করবে, তবে তা যেন ব‍্যক্তি কেন্দ্রিক না হয়। আমরা সাংবাদিকদের সঙ্গে নিবিড় সম্পর্ক চাই, সন্দেহের না। সম্পর্ক হবে আস্থা ও বন্ধুত্বপূর্ণ, প্রতিপক্ষ হিসাবে নয়।

সভায় ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, মো. ইউসুফ আলী, স্থানীয় সরকারের উপপরিচালক বিপীন চন্দ্র বিশ্বাস, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, সিনিয়র সাংবাদিক ইমাম উদ্দিন মুক্তা, শামসুল আলম খান, আতাউল করিম খোকন, মতিউল আলম, নিয়ামুল কবীর সজল, এম.মোতালেবসহ প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ ময়মনসিংহ নগরীর নানা অসঙ্গতি, অনিয়ম, দুর্নীতি ও সমস্যার কথা তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন‍্য দৃষ্টি আকর্ষণ করেন।

পরে এদিন দুপুর পৌনে ২টায় ৮ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বই মেলা উপলক্ষে ব্রিফিং করে নবাগত কমিশনার। আগামীকাল ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই বই মেলাটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত। মেলায় সরকারি ৮ প্রতিষ্ঠান ও বেসরকারি প্রকাশনা ৫৭টি প্রতিষ্ঠান নিয়ে মোট ৬৫টি প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। সেই সঙ্গে থাকবে আলোচনা সভা, সেমিনার, উপস্থিত বক্তব্য, কচিকাঁচার উৎসব, কুইজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।