ঈশ্বরগঞ্জে কৃষি ব্যাংকের ম্যানেজারকে মারধর, ভল্টের চাবি ছিনতাই
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার শাখার কৃষি ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমানকে মারধর করে ব্যাংক ভল্টের চাবি ছিনতাইয়ের ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বাদী হয়ে গৌরীপুর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের সাদেক মিয়ার ছেলে নাহিদুল ইসলাম রাসেল, বাচ্চু মিয়ার ছেলে আজিজুল হকসহ অজ্ঞাত তিনজন।
এর আগে, বুধবার সন্ধ্যায় গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় ব্যাংকের চাবি ছিনতাইয়ের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নাহিদুল ইসলাম রাসেল ও আজিজুল হক ঈশ্বরগঞ্জ সোহাগী শাখা কৃষি ব্যাংকের ঋণের জন্য আবেদন করেন। ঋণের আবেদন যাচাই-বাছাই করে আবেদন না মঞ্জুর করে ব্যাংক কর্তৃপক্ষ। পরে ওই দুই ব্যক্তি ঋণ দেয়ার জন্য ব্যাংকের ম্যানেজারকে চাপ প্রয়োগ করলে তিনি অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি ম্যানেজারকে হুমকি দেন।
এদিকে বুধবার ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান ব্যাংকের কাজ শেষে ঈশ্বরগঞ্জের সোহাগী থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় পথরোধ করে নাহিদুল ইসলাম রাসেল ও আজিজুল হকসহ সংঘবদ্ধ একটি দল তাকে মারধর করে ব্যাংকের ভল্টের চাবি ছিনতাই করে নিয়ে যায়।
এদিকে চাবি ছিনতাইয়ের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে আসেন বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনিসংহ উত্তর জেলা শাখার ডিজিএম মো. কামরুল হাসান। সাংবাদিবদের তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শ ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির ব্যাংক ঋণের আবেদন যাচাই-বাছাই করে নামঞ্জুর করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে গালি-গালাজ করে হুমকি দেন। বুধবার ব্যাংকের কাজ শেষে বাড়ি ফেরার পথে আমাকে মারধর করে আমার সঙ্গে থাকা ব্যাগসহ ব্যাংকের চাবি ছিনিয়ে নিয়ে যায়।
গৌরিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক বলেন, ব্যাংক ম্যানেজারকে মারধরের ঘটনায় ব্যাংকের ম্যানেজার মাহাবুবুর রহমান বাদি হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।