পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযান: বাল্কহেড-ড্রেজারসহ আটক ৬

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পাবনা
  • |
  • Font increase
  • Font Decrease

পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযান/ছবি: সংগৃহীত

পদ্মায় বালু উত্তোলন বন্ধে অভিযান/ছবি: সংগৃহীত

পদ্মা নদীর পাবনা অংশে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে একটি বাল্কহেড ও ড্রেজারসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে নাজিরগঞ্জ নৌ পুলিশ পদ্মার চরতারাপুর পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত তাদের ৬ মাসের কারাদণ্ড দেয়। পাশাপাশি ড্রেজার ও বাল্কহেড জব্দ করে নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়।

বিজ্ঞাপন

আটকৃতরা হলেন, গোপালগঞ্জের ফরিদ শেখ (৩০), ঝালোকাঠির হানিফ খা (৩০), তৌহিদ খান (২৫), রাজবাড়ীর রতন প্রামাণিক (৩৫), পটুয়াখালীর ইব্রাহিম জমাদ্দার (৩০) ও পিরোজপুরের নাহিদ হাসান (২০)।

নৌ পুলিশ জানায়, সম্প্রতি একটি মহল বালু উত্তোলনে আবার তৎপরতা দেখাচ্ছে। এর অংশ হিসেবে ড্রেজার ও বাল্কহেড দিয়ে চরতারাপুর পয়েন্টে বালু উত্তোলন হচ্ছে জেনে এটি বন্ধে এদিন পদ্মার এই এলাকায় অভিযান চালানো হয়। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে একটি বাল্কহেড ও ড্রেজারসহ ৬ জনকে আটক করতে সক্ষম হয় নৌ পুলিশ। আটককৃত ড্রেজারের মালিক রাজবাড়ীর ধাওয়াপাড়ার জলিল ও বাল্কহেডের মালিক চাঁদপুরের গোলাম মর্তুজা। পাবনার আনিসসহ কয়েকজন বালু ব্যবসায়ী এগুলো ভাড়া নিয়ে বালু উত্তোলন করতেন বলে জানিয়েছেন আটককৃতরা।

বিজ্ঞাপন

এসময় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ, নাজিরগঞ্জ নৌ পুলিশের ইন্সপেক্টর শরিফুল ইসলাম, পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাকীবুল্লাহ, ভাঁড়ারা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা আবু সাইয়্যিদ ও সংবাদকর্মী সহ প্রশাসনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।