সিলেটে মুনতাহা হত্যা: রিমান্ড শেষে ৪ আসামি কারাগারে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

রিমান্ড শেষে ৪ আসামি কারাগারে/ছবি: সংগৃহীত

রিমান্ড শেষে ৪ আসামি কারাগারে/ছবি: সংগৃহীত

সিলেটের কানাইঘাটে শিশু মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার ৪ আসামির ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ওমর ফারুকের আদালতে চার আসামিকে তোলা হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

আসামিরা হলেন- কানাইঘাট থানার বীরদল ভাড়ারীফৌদ গ্রামের আলিফজান বেগম (৫৫) ও তার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), একই এলাকার ইসলাম উদ্দিন (৪০) ও নাজমা বেগম (৩৫)।

এব্যাপারে সিলেট জেলা জজ আদালতের ইন্সপেক্টর মো.জমসেদ আহমদ বলেন, আলোচিত মুনতাহা আক্তার জেরিন হত্যা মামলার আসামি শামীমা বেগম মার্জিয়া হত্যার বিষয়টি প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেন এবং তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে জানান। তাই রিমান্ডের ৫ দিন শেষে ৪ আসামিকে আদালতে তোলা হয়। কিন্তু আদালতে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেননি তিনি।

বিজ্ঞাপন

পরে আসামিদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।

এরআগে গত ১১ নভেম্বর মুনতাহা হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া ৪ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

প্রসঙ্গত: গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা। দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও কোথাও তাকে পাননি।

গত শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। এরপর ১০ নভেম্বর ভোররাতে বাড়ির পাশে খাল থেকে মুনতাহার মরদেহ উদ্ধার করে পুলিশ সেটাকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করে। ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ৪ জনকে।