মালয়েশিয়ায় ৪০ বাংলাদেশি আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ বাংলাদেশিসহ ৫১ জন অভিবাসীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১২টার দিকে এক অভিযানে তাদের আটক করে দেশটির অভিবাসন বিভাগ।

কুয়ালালামপুরের সেগামবুট এলাকায় রাত ১২টার দিকে অভিযান শুরু করে কুয়ালালামপুর অভিবাসন বিভাগ। যা চলে রাত তিনটা পর্যন্ত।

শনিবার (১৬ নভেম্বর) কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, ৩৮টি আবাসিক ভবনে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ১৫৮ জনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৫১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে ৪০ জন বাংলাদেশি। অন্যদের মধ্যে ইন্দোনেশিয়ার ৬, নেপালের ৪ ও পাকিস্তানের ১ জন নাগরিক রয়েছেন। কারো পরিচয় প্রকাশ করা হয়নি। জানানো হয়েছে, সবার বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।

আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে এক দম্পতি রয়েছেন। বৈধ ট্রাভেল পাস না থাকায় তাদের আটক করা হয়। আটক হওয়ার পর তারা তাদেরকে ছেড়ে দিতে কর্তৃপক্ষের কাছে আকুতি জানান।

তারা বলেন, ‘দয়া করে, আমাদের ছেড়ে দিন। আগামী মাসে আমরা দেশে ফিরে যাব। আমি ইতিমধ্যেই বিমানের টিকিট কিনেছি।’ এরপরও তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ লঙ্ঘন, বিশেষ করে ওয়ার্ক পারমিট বা পাসপোর্টের মতো বৈধ ভ্রমণ নথি দেখাতে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অপরাধে এই ৫১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশনে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন