‘জুলাই-আগস্ট হত্যাকাণ্ডই নয়, ১৫বছরের সব অপকর্মের বিচার হবে’

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে শুধু তার-ই নয়, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যেসকল অপকর্ম করেছে তার সবগুলোর বিচার হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে এই সময়ে। আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ১,৬০০ গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা ৩,৫০০ ছাড়িয়ে যাবে।

তিনি আরও জানান, অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন।

বিজ্ঞাপন

যারা ভয় পাচ্ছে তাদের আশ্বস্ত করে ড. ইউনূস বলেন, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেওয়ার।

এছাড়া, শুধু দেশে নয়, গুম, খুন ও জুলাই-আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।