স্থানীয় সরকার সংস্কারে ৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিশন গঠন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রফেসর তোফায়েল আহমেদ

প্রফেসর তোফায়েল আহমেদ

প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে ৮ সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে- স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে ‌প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী ‘স্থানীয় সরকার সংস্কার কমিশন’ গঠন করা হয়েছে।

কমিশনের সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. ফেরদৌস আরফিনা ওসমান, সাবেক সচিব এ এম এম নাসির উদ্দিন, সুপ্রিমকোর্টের এডভোকেট আব্দুর রহমান, বিআইএসএসর পরিচালক ড. মাহফুজ কবির, নারী উদ্যোগ কেন্দ্রের নির্বাহী পরিচালক মাসুদা খাতুন শেফালী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম ও একজন শিক্ষার্থী প্রতিনিধি।

বিজ্ঞাপন

কমিশনকে অবিলম্বে কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করতে বলা হয়েছে।