ক্ষতিপূরণ চেয়ে প্রধান উপদেষ্টাকে ৮০০ চিঠি প্রেরণ
কলাপাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে ডাক বিভাগের মাধ্যমে ৮০০ চিঠি প্রেরণ করেছেন।
রোববার (১৭ নভেম্বর) খেপুপাড়া পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো এই চিঠিতে পায়রা বন্দর, তিনটি বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগাপ্রকল্পের বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত পরিবারের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং কর্মসংস্থানের দাবি জানানো হয়েছে।
এ চিঠি প্রেরণ কর্মসূচি পরিচালনা করেছে কলাপাড়া পরিবেশ ও জনসুরক্ষা মঞ্চ এবং বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরাম। এই উদ্যোগে স্থানীয় কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছেন। তারা জানান, পায়রা বন্দরসহ তিনটি বিদ্যুৎ প্লান্ট নির্মাণের জন্য ১০,২০৬ একর জমি অধিগ্রহণ করা হয়।
তৎকালীন সরকারের পক্ষ থেকে জমির ন্যায্যমূল্য প্রদান, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে এখনও বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। এই অবস্থায় প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি পূরণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।