নোয়াখালীতে নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস উদযাপন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নানা আয়োজনে নোয়াখালীতে গণপ্রকৌশল দিবস-২০২৪ ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

এসময় জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, দেশের কাঠামোগত উন্নয়নে প্রকৌশলীরা দক্ষতার সাথে এবং বিভিন্ন সেক্টরে বৈষম্যহীনভাবে কাজ করে যাবেন।

দেশের বর্তমান অগ্রগতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা প্রসংসনীয় ভূমিকা রাখছে। তারপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রকৌশলীরা বৈষম্যহীন কর্মক্ষেত্রের দাবি জানান।

বিজ্ঞাপন

দিবসটি উদযাপনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) নোয়াখালী জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, আইডিইবি জেলা নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও জেলার সরকারি বেসরকারি এবং প্রাইভেট সেক্টরের বিভিন্ন দপ্তরের সদস্য ইঞ্জিনিয়ারবৃন্দ অংশগ্রহণ করেন।