‘তারুণ্য যুগে যুগে আমাদের প্রেরণা জুগিয়েছে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

‘তারুণ্য যুগে যুগে আমাদের প্রেরণা জুগিয়েছে’

‘তারুণ্য যুগে যুগে আমাদের প্রেরণা জুগিয়েছে’

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা বলেছেন, তারুণ্য যুগে যুগে আমাদের প্রেরণা যুগিয়েছে। যখন আমরা সমাজের কোনো বিষয় প্রকাশ করতে পারি না, তখন তারুণ্যই সে বিষয়গুলো প্রকাশ করতে শক্তি যোগায়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে সরকারি ইয়াছিন কলেজ হলরুমে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৯০’র আন্দোলন এবং শেষে ২৪ -এ বৈষম্যবিরোধী আন্দোলন, এই সবগুলো আন্দোলনই তারুণ্য নির্ভর ছিল। যেকোনো দাবি আদায়ে, বৈষম্য রোধে সবসময় তারুণ্য শক্তি হিসেবে কাজ করেছে। আমরা যদি এই তারুণ্যকে কাজে লাগাতে চাই, তাহলে আমাদের প্রত্যাশার সাথে বাস্তবের কিছু কার্যক্রম হাতে নিতে হবে।

তিনি আরও বলেন, আমরা আসলে তরুণদের পথ দেখাতে পারি না। তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে পারি না। এখানেই আমাদের কাজের জায়গা। তরুণদের সঠিক পথে পরিচালিত করতে পারলেই আমরা আগামীর তারুণ্য নির্ভর, উন্নত, সমৃদ্ধ, ও জবাবদিহি মূলক বাংলাদেশ গড়তে পারবো।

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানে সরকারি ইয়াছিন কলেজের শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।