টাঙ্গাইলে সশস্ত্র বাহিনী দিবস পালন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের ক্যাপ পড়িয়ে সম্মাননা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

বিজ্ঞাপন

এ সময় অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাসহ অতিথিদের অভ্যর্থনা জানান ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন। সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন।

বিজ্ঞাপন

পরে কেক কেটে সশস্ত্র বাহিনী দিবস উৎযাপন করা হয়।

অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের দলের ৮ জন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।