দুবাইগামী যাত্রীর কাছে মিলল তিন কোটি টাকার সৌদি রিয়াল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

দুবাইগামী যাত্রীর কাছে মিলল তিন কোটি টাকার সৌদি রিয়াল

দুবাইগামী যাত্রীর কাছে মিলল তিন কোটি টাকার সৌদি রিয়াল

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে।

দুলাল জমাদ্দার নামে ওই ব্যক্তি বিদেশি মুদ্রা পাচার করতে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম ফ্লাইট হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠার অপেক্ষায় ছিলেন। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রুরা তাকে থামান। এরপর তল্লাশি করলে বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের ইউএস বাংলা বিএস-৩৪৩ ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী দুলাল জমাদ্দার থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়, যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তার বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হচ্ছে।