শুরুতেই যাত্রী সংকটে বন্ধ হয়ে গেলো সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ

  • আবদু রশিদ মানিক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
  • |
  • Font increase
  • Font Decrease

শুরুতেই যাত্রী সংকটে বন্ধ হয়ে গেলো সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ

শুরুতেই যাত্রী সংকটে বন্ধ হয়ে গেলো সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ

দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা ছিলো। তবে শুরুতেই যাত্রী সংকটের কারণে বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে জাহাজ মালিক কতৃপক্ষ।

গত সোমবার জেলা প্রশাসকের কাছে আবেদনের প্রেক্ষিতে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। যেটি বৃহস্পতিবার কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট থেকে সেন্টমার্টিন যাওয়ার কথা ছিলো।

বিজ্ঞাপন

কেয়ারি সিন্দাবাদের কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী বার্তা২৪.কম-কে বলেন, পর্যটক নিয়ে বৃহস্পতিবার জাহাজ সেন্টমার্টিন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলো কিন্তু যাত্রী সংকটের কারণে জাহাজ চলাচল সম্ভব হচ্ছে না। মানুষের অনেক সাড়া পাওয়া যাচ্ছে কিন্তু টিকিট কাটছে না। মানুষ ট্রাভেল পাস নিয়ে দ্বিধায় পড়েছে। তবে ডিসেম্বরের ১ তারিখ থেকে নিশ্চিত কক্সবাজার থেকে সেন্টমার্টিনে যাবে। টিকিট বিক্রি করা হচ্ছে। বিক্রিও ভালো হচ্ছে।

এর আগে বুধবার বিকেলে সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও সেন্টমার্টিনগামী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত গঠিত কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন চৌধুরী বার্তা২৪.কম-কে বলেন, “সেন্টমার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণে কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়েছে। বৈঠকে কমিটির সদস্যদের সাথে পরিবেশসহ সার্বিক বিষয়াদি পর্যালোচনার পর জাহাজ ছাড়া পয়েন্ট নির্ধারণে করা হয়েছে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএর ঘাট’’।

ইউএনও বলেন, তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে ২ হাজারের বেশি পর্যটক যাতায়ত করতে পারবে না। এছাড়া নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে দ্বীপে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে ডিসেম্বর ও জানুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাত্রিযাপন করতে পারবেন।

বিজ্ঞাপন