শ্রমিক আন্দোলন: দিনভর উত্তাল চন্দ্রা, বিকেলে ধাওয়া পাল্টা ধাওয়া

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। এতে সীমাহীন দুর্ভোগের নাকাল এ সড়কে চলাচলকারী পরিবহন চালক, যাত্রী ও নানা শ্রেণি-পেশার মানুষ।

বিক্ষুব্ধ শ্রমিকদের আন্দোলনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক থেকে কালিয়াকৈর বাইপাস এলাকা পর্যন্ত উভয় পাশে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। যার ফলে বিকল্প পথগুলোতেও দেখা দিয়েছে চরম ভোগান্তি। একরকম উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায়।

বিজ্ঞাপন

এদিকে শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় আলোচনার এক পর্যায়ে বিকেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

এর আগে, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে পূর্বের বকেয়া বেতন ও এককালীন বোনাসের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগে সড়কের উভয় পাশে অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালিয়েও ব্যার্থ হন।

বিজ্ঞাপন

এক পর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিয়ে হঠাৎ আবার অবরোধ সৃষ্টি করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত হলে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে শ্রমিকরা। এসময় দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ব্যাপারে গাজীপুর শিল্প পুলিশ ২ এর পুলিশ সুপার সারোয়ার আলম এর ব্যবহৃত মুঠোফোনে কল করলে তাকে পাওয়া যায়নি।

তবে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা তাদের পুরনো পাওনা দেনা নিয়ে দিনভর সড়ক অবরোধ করে রেখেছিল। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।